বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র শেখ রাসেলের নামে সিলেটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কলেজ স্থাপনে ব্যয় হবে ১১০ কোটি টাকা। জানা যায়, চলতি অর্থবছরে একনেকের দ্বিতীয় সভায় ‘সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ’ স্থাপন নামে একটি প্রকল্প উপস্থাপন করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক ওই কলেজটি ‘শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট’ করতে প্রস্তাব করেন। তার এ প্রস্তাব সভায় গৃহিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ প্রস্তাবে সায় দেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভা শেষে বিষয়টি জানান। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মম হত্যাকা-ের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতকদের হাত থেকে তাঁর শিশুপুত্র শেখ রাসেলও রেহাই পাননি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn