সুনামগঞ্জের বিদায়ী ওসিকে সংবর্ধনা
সুনামগঞ্জ :: সুনামগঞ্জ সদর থানার ওসি মো.শহীদুল্লাহ’র বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার রাত ৮ টায় সদর থানা স্টাফ রুমে এই সংবর্ধনা দেয়া হয়। সদর থানার নবাগত ওসি শহীদুর রহমানের সভাপতিত্বে ও এস আই সোহেল রানার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন্নবী, সদর সার্কেল জয়নাল আবেদীন,আরওয়াই মুসলেহ উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর শামছুল ইসলাম, কোর্টপুলিশ সুবেন্দু চন্দ্র দাস, সদর থানার পরিদর্শক তদন্ত আব্দুল্লাহ আল আমুন, পরিদর্শক অপারেশন আহমেদ সঞ্জুর মুরশেদ, সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালম, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, মাহতাব উদ্দিন তালুকদার, সেলিম আহমদ তালুকদার, আল হেলাল, আমিনুল ইসলাম, এস আই আমার উদ্দিন, এস আই জয়নাল আবেদীন, কন্সটেবল আব্দুল করিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন- একজন সৎ ও কর্মনিষ্ঠাবান পুলিশ। কর্মক্ষেত্রে নিবেদিত দায়িত্বরপালনের মাধ্যমে সুনামগঞ্জ সদর থানার আইনশৃংখলা বজায় রাখতে সক্ষম হয়েছেন। তাঁর সময়ে সাধারণ মানুষ থানায় সেবা নিতে এসে হয়রানি শিকার হয়নি। সংঘর্ষ, চুরি, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণে তাঁর গৃহিত প্রদক্ষে অন্যদের জন্যে অনুকরনীয়। একজন সদালাপী, হাস্যজ্বল ও ন্যায় পরায়ন মানুষ হিসেবে তিনি সকল শ্রেণিপেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতারর পাত্র হয়ে উঠেছেন। বদলীজনিত কারনে তার অনত্র কর্মস্থলে সফলতা নিয়ে আসবে। সরকারি নিয়মিত বদলীজনিত কারনে সদর থানার ওসি মো. শহীদুল্লাহ’র বিদায়ী সংবর্ধা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।