সংবাদদাতা:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মাওলানা ইমরান আহমদকে ১৫শ’ কোটি টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ‘জ্বিনের বাদশার গুরু’ খেলাফত মজলিশ নেতা হাফিজ এনামুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ‘জ্বিনের বাদশার গুরু’ হাফিজ এনামুল হাসান সৈয়দপুর (গোয়ালগাঁও) গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান,শনিবার ভোররাতে জগন্নাথপুর সার্কেলের এএসপি মাহমুদুল হাসান চৌধুরী এর নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান পিপিএমসহ এক দল পুলিশ হাফিজ এনামুল হাসানের নিজ বাড়ি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে দুপুরেে আদালতে সোপর্দ করে। এদিকে এঘটনায় পুলিশ জ্বিনের বাদশার আরো ৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্য ৩ সদস্য স্বীকার করেন যে , তাদের গুরু হাফিজ এনামুল হাসান আমাদের সহযোগিতায় ইমরান আহমদের সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রতারনার শিকার মাওলানা ইমরান আহমদ জানান, গ্রেফতারকৃত এনামুল হাসান জ্বিনের বাদশা সেজে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ১৫ শ’ কোটি টাকা পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn