সুনামগঞ্জ  :: পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পেনশনসহ সকল প্রকার সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রাপ্তির দাবিতে কর্মবিরতি পালন করেছে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সুনামগঞ্জ শাখা। সংগঠনের ২ দিনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ৯টা থেকে সুনামগঞ্জ পৌরসভার সামনে এই কর্মসূচী পালন করছেন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মবিরতি পালনের ফলে পৌরসভার সড়ক, বাতি, কনজারভেন্সীসহ অন্যান্য সকল দাপ্তরিক সেবা বন্ধ রয়েছে।  দুই দিনব্যাপী এই অবস্থান কর্মসূচী ও কর্মবিরতির প্রথম দিনে সুনামগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার সহকারি প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, উপ সহকারি প্রকৌশলী হেলাল আবেদীন, বস্তি উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন, হিসাব রক্ষক সন্তোষ কুমার দাশ, আলী হোসেন, সেলিম উদ্দিন, বজলুর রহমান, বজলুল হক, আমীর আলী, রুমা রাণী, শুক্লা রায় চৌধুরী,সহিবুন্নেছা বেগম, জ্যোতিলাল সরকার, লিটন রায়, জাহাঙ্গীর আলম, সাজু মিয়া, ফরিদ আলী প্রমুখ।  এসময় বক্তারা বলেন- নগর উন্নয়নের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে পৌরসভা। শতাব্দীর প্রাচীন এই পৌরসভাগুলোর কাঙ্খীত উন্নয়ন ঘটছে, নগর ও শহরগুলো ক্রমেই বাসোপযোগী ও আধুনিক হচ্ছে। অথচ যাদের মেধা ও শ্রমের বিনিময়ে শহরগুলো বিনির্মিত ও আধুনিক হচ্ছে তারা আজ বুভূক্ষ ও নিপীড়িত। পৌরসভা দেশের অন্যতম প্রশাসনিক ইউনিট হওয়া সত্ত্বেও কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত বেতন ভাতা ও পেনশন সুবিধা পাচ্ছেন না। এভাবে চলতে থাকলে বৈষম্যের মাত্রা বেড়েই চলবে। তাই পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পেনশনসহ সকল প্রকার সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রাপ্তির দাবিতে আমরা আন্দোন করছি। ধারাবাহিক আন্দোলনে দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি না মানা হলে আগামী ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাব, শহীদ মিনারের সামনে দেশের ৩২৮ টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচী পালনের হুঁশিয়ারি প্রদান করেন তারা। সাময়িক ভাবে পৌরসভার নাগরিক সেবা বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেন নেতৃবৃন্দ। আগীমী ৩ জুন সকাল ৬ টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচী চলবে বলে জানান তারা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn