সুনামগঞ্জে বিপদসীমা অতিক্রম করেছে সুরমার পানি, বন্যার আশংকা
শহীদনুর আহমেদ:: গত দুই দিনের টানা ভারীবর্ষণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৭০ মিলি মিটার। সুরমা নদীর বিপদসীমা ৭.২০ সেন্টিমিটার হলেও অব্যাহত বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেয়ে ৭.৩৬ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলাব্যাপী বন্যা আশংকাা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরন কেন্দ্র। মঙ্গলবার (৯ জুলাই) রাত আটটা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার কারণে নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়ে জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোযারাবাজার উপজেল সহ সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত এলাকাসহ শহরের জনজীবনে বিপর্যস্থ হয়ে পড়েছে। বন্যার পানি সুনামগঞ্জ-তাহিরপুর- বিশ্বম্ভরপুর সড়কের উপর দিয়ে পানি প্রভাবিত হওয়ায় এই দুই উপজেলার সাথে সড়ক যোগাযোগ প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পানির উচ্চতা বাড়লে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। পানি বৃদ্ধির কারণে আতঙ্কে রয়েছেন স্থানীয় মৎস্যচাষিরা। বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা শফিক মিয়া বলেন, যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় বন্যা হয়ে যাবে। বাড়ির পাশের খাল-পুকুর পানিতে ভরে গেছে। বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন বলেন, বৃষ্টির কারণে নদী ও হাওরগুলোতে পানি বাড়ছে। কিছু নিচু এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে। তবে কারো বাড়ি ঘরে এখনও পানি ওঠেনি। বন্যা মোকাবেলায় উপজেলা পরিষদ প্রস্তুত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী আবুবক্কর সিদ্দিকী ভুইয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি ৭.৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১৭০ মমিলিমিটার। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।