বাঁধ নির্মানে অনিয়ম পেলে ব্যবস্থা-দুদক পরিচালক
একে কুদরত পাশা-
সুনামগঞ্জের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় বৃহস্পতিবার দুপুরে দুদকের পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যদের একটি অনুসন্ধান দল সুনামগঞ্জের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর, জামালগঞ্জের হালীর হাওর ও তাহিরপুর উপজেলার শনির হাওর পরিদর্শন করেন। প্রতিনিধিদলের অপর দুই সদস্য হচ্ছেন উপপরিচালক ইঞ্জিনিয়ার আবদুর রহিম ও সহকারী পরিচালক সেলিনা আক্তার মনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, সুনামগঞ্জের হাওরে পানি ঢুকে কৃষকের যে ফসল নষ্ট হয়েছে সেটা আমরা অনুসন্ধান করছি। অনুসন্ধানে আমরা দুইটি বিষয় খতিয়ে দেখছি। বাঁধ ভাঙায় পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদার দায়ি কি না বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়েছে কিনা সেসব অভিযোগ আমরা পর্যবেক্ষণ করছি। তিনি আরো বলেন, যাদের বিরুদ্ধে সুনামগঞ্জে বোরো ফসল রক্ষা বাঁধ ভাঙার অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তকালে সঙ্গে ছিলেন দুদক সিলেটের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক শিনির পারভিন, উপ পরিচালক রেভা হালদার ও রনজিত কুমার সরকার। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শাকিল আহমদ ও এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম।