বার্তা ডেক্সঃঃসুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচনে এক পরিবার থেকে আপন তিন ভাই নৌকা প্রতীক দাবী করছেন। নৌকা পেতে তারা এখন রাজধানী রয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সকলেই দৌরঝাপ করতে রাজধানীতে অবস্থান করছেন। মনোনয়ন তদবিরে ব্যস্ত সবাই। পৌরসভা ও সদর উপজেলা আওয়ামী লীগ সোমবার মনোনয়ন তালিকা জেলা নেতাদের কাছে জমা দিয়েছে। বুধবার রাতের মধ্যে জেলা আওয়ামী লীগ সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে জমা দেবে বলে দলীয় দায়িত্বশীলরা জানিয়েছেন।
আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভার নির্বাচন। প্রার্থীরা মনোনয়ন দাখিল করবেন ২০ ডিসেম্বর। ২২ ডিসেম্বর যাচাই এবং প্রত্যাহার ২৯ ডিসেম্বর। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীই বেশি। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সকলেই রাজধানীতে রয়েছেন। সকলেই চেষ্টায় রয়েছেন দলীয় মনোনয়ন ভাগাতে। বুধবার সুনামগঞ্জ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ সম্ভাব্য প্রার্থী তালিকা জেলা আওয়ামী লীগের কাছে তুলে দিয়েছে। সুনামগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদান রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর দাস, বর্তমান পৌর মেয়র নাদের বখত, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা রাশেদ বখত নজরুল ও নোমান বখত পলিনের নাম সম্ভাব্য প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে জমা দিয়েছে। বর্তমান পৌর মেয়র নাদের বখত, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা রাশেদ বখত নজরুল ও নোমান বখত পলিন এরা তিনিজন এক পরিবারের আপন তিনি ভাই। তাদের বাবা ছিলেন, আওয়ামীলীগ নেতা হুসেন বখত। সাবেক পৌর মেয়র প্রয়াত মনোয়ার বখত ও আরেক পৌর মেয়র প্রয়াত আইয়ূব বখত জগলু এই দুইজন ও তাদের ভাই।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মলয় চক্রবর্তী মিডিয়াকে জানিয়েছেন, সুনামগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা,গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূল থেকে যাওয়া প্রার্থী তালিকা এই ইউনিটেরই করার কথা। এজন্য সম্ভাব্য ৫ জন মেয়র প্রার্থীর নামের তালিকা করেছেন তারা। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বুধবার পাঠিয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ বর্তমান পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, আওয়ামী লীগ নেতা নোমান বখত পলিন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাসের নাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছে বুধবার জমা দিয়েছেন। পৌরসভা ও সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী তালিকা হবার পর আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের সকলেই রাজধানীতে চলে গেছেন। মনোনয়ন ভাগাতে কেন্দ্রীয় নেতাদের কাছে তদবিরে ব্যস্ত সকলে। জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম জানিয়েছেন, রাজধানীর পল্টনের বিভিন্ন আবাসিক হোটেলে সুনামগঞ্জ পৌরসভার সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড় দেখা গেছে।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান পৌর মেয়র নাদের বখ্ ত বললেন, উপ-নির্বাচনে নির্বাচিত হয়ে ২ বছর দলের সঙ্গে ভালো সম্পর্ক রেখে পৌরবাসীর সেবা করার চেষ্টা করেছি। আমার পরিবারের দীর্ঘদিনের ত্যাগ রয়েছে দলের প্রতি। আশা করছি দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বঞ্চিত করবেন না। মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বললেন, দলের জন্য কাজ করছি দীর্ঘদিন ধরে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের চাপেই প্রার্থী হবার আকাঙ্কা পোষন করছি। আশা করছি দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে দলীয় কর্মীর মূল্যায়ন করবেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস বললেন, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ দীর্ঘদিন রাজপথে ছিলাম, আছি। জেল কেটেছি, নির্যাতিত হয়েছি। আশা করছি দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমার ত্যাগের মূল্যায়ন করবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানিয়েছেন, আজ রাতের মধ্যেই সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে জমা দেবেন তাঁরা।
প্রসঙ্গত. সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জললুল মৃত্যুবরণ করায় ২০১৮ সালের ২৯ মার্চ সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রয়াতের ছোট ভাই নাদের বখ্ত জয় হন। তিনি পেয়েছিলেন ১৬ হাজার ৩৫২ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন পেয়েছেন ৯ হাজার ৪৮৫ ভোট। বিএনপির প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী পেয়েছেন ১ হাজার ৮০৭ ভোট।
সংবাদ টি পড়া হয়েছে :
৩৪৩ বার