অতিরিক্ত সেশন ফি বাতিল করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সুনামগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ২টায় ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী আসাদ মনির সভাপতিত্বে ও উজ্জ্বলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পাপ্পু সরকার, নজরুল, জীবন দাস, আলী খান, নুরী আক্তার প্রমুখ।  সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রত্যেক বিভাগে কর্মরত কর্মচারীদের বেতন, যে যে বিভাগে কর্মরত সেই বিভাগ থেকে দেয়া হয়। তাহলে নৈশ্য প্রহরী ও নিরাপত্তা বাবদ ৫০০শত টাকা কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি আদায় করছে কেন? এটা বাতিল করতে হবে, অচল খাতগুলোর নামে টাকা আদায় বাতিল করতে হবে। একটাকাও বর্ধিত ফি ছাত্র সমাজ দেবে না। প্রয়োজনে কলেজের সকল শিক্ষার্থীদের নিয়ে শহরে ছাত্র ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশের ডাক এবং শিক্ষা মন্ত্রণালয়ে স্মরকলিপি দেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn