সুনামগঞ্জ-সিলেট সড়কে বিরতিহীন কাউন্টারে টিকেট প্রতারনা
ঐ বাসের সামনের দিকের সিটের টিকিট থাকার পরও কেন পিছনের টিকেট এমন করে বিক্রি করছেন আর কেনই সবার পূর্বে আসা লোককে রেখে অন্য জন্যকে টিকেট দিলেন জানতে চাইলে বলেন,আমরা এমন করেই টিকেট রাখি আর পরে বিক্রি করি। শুধু টিকেটেই নয় সুনামগঞ্জ থেকে সিলেট যেতে সময় সর্ব নিন্ম ২ঘন্টা আর সর্বোচ্ছ ত আছেই। ৬৫কিলোমিটারের ভাড়া ১শত টাকা। অথছ সিলেট থেকে হবিগঞ্জ ১৪৫টাকা,মেীলভী বাজার বাড়া ৯০টাকা ও যাতায়ত সময় কম লাগে। অথছ দ্রুত সময় বাচিঁয়ে চলার জন্যই বিরতিহীন বাসের উপর নির্ভরশীল কিন্তু বিরতিহীন বাস এত কম গতিতে চলে আর ভাড়াও বেশী এই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা ও এর সমাধানের বিকল্প পথ খোঁজার দাবী জানান চলাচল কারী যাত্রীগন।
একাধিক বাসের যাত্রীরা জানান,এ সড়কে লকাল যে বাস সার্ভিস আছে সেই বাস সার্ভিস ২ঘন্টা ৩০-৫০মিনিট অথবা সবোর্চ্ছ ৩ঘন্টার-১০মিনিটের মধ্যে সিলেট পৌছায়। এ সড়কে সব যাত্রীদের সাথেই টিকেট বিক্রিতে এমন আচরন করা হয় বলে জানায় যাত্রীগন। ঔ সাংবাদিক ক্ষোবের সাথে জানান,ভাই কাকে কি বলব। নিজে এভাবে প্রত্যারনার শিকার আর সাধারন মানুষের কি অবস্থা। কয়েকটি বাস ছাড়া সকল বাসের সিট গুলো সেই পূর্বের মতই কষ্ট করে বসতে হয়। নতুন বলা হলেও শুধু রং করা হয়েছে। গেইটলক বলা হয়েছে গেইট বন্ধই থাকে সিলেট পর্যন্তই। তাহলে যাত্রী সেবার মান কোথায়। এ বিষয়ে সুনামগঞ্জ মালিক সমিতির সাধারন সম্পাদকের কাছে জানতে চাইলে তিনি বলেন,টিকেট নিয়ে কেন এমন করল গাড়ির নাম্বারটি দিন খোজঁ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।