সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ও প্রধান বিচারপতি এসকে সিনহার একান্ত সচিবসহ প্রশাসনের ১০ কর্মকর্তাকে বদলির পর নতুন ছয় কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার অভিপ্রায় অনুসারে তাদের প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এছাড়া সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা অতিরিক্ত জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং যুগ্ম জেলা জজ পর্যায়ের ছয় কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়েছেন।  মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল আলমকে আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুহুল আমিনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমানকে সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার, মুন্সীগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমাকে হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার, চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবদুর রহমানকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন স্বাক্ষরিত সুপ্রিমকোর্টের বদলিকৃত ৯ কর্মকর্তাকে ২২ অক্টোবর কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন। এর আগে গত ১৫ অক্টোবর সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়। সুপ্রিমকোর্টের পরামর্শ অনুসারে  আইন মন্ত্রণালয় তাদের অন্যত্র  বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি  করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn