সেমিফাইনালে মাশরাফিদের প্রতিপক্ষ ভারতই
রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়ের পরই ব্যাপারটি অনেকটা পরিস্কার হয়ে গিয়েছিলো। বোঝাই যাচ্ছিলো সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে রান রেটে অনেক এগিয়ে থাকা ভারত। সোমবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীনই এটা নিশ্চিত হয়ে গেছে। ১৫ জুন এজবাস্টনে ভারতের বিপক্ষে সেমিফাইনাল যুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাওয়ার আরেকটি সমীকরণ ছিলো। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে কোনো দল যদি অনেক বড় ব্যবধানে জিততে পারতো তাহলে ভারতকে টপকে ‘বি’ গ্রুপের সেরা দল হতো তারা। কিন্তু সেটা হয়নি। শ্রীলঙ্কার ইনিংস থেমেছে মাত্র ২৩৬ রানে। জবাবে পাকিস্তানও দাপুটে ব্যাটিং করতে পারেনি। যে কারণে ভারতে টপকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতই থাকছে। ম্যাচটি হতে পারে বাংলাদেশের জন্য প্রতিশোধেরই। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছিলো বাংলাদেশকে।
সেমিফাইনাল নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের কথাতেই স্টো স্পষ্ট, ‘আমরা যে কতোটা খুশি সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা সবাই অনেক রোমাঞ্চিত সেমিফাইনাল নিয়ে। এটা আসলে দারুণ এক অভিজ্ঞতা। সবাই খুব খুশি। ইতিহাস গড়ে আমরা ফাইনালেও যেতে পারি।’