আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বর্তমানে সাসেক্সে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজেদের প্রস্তুতি পর্বকে শতভাগ ঝালিয়ে নিয়ে পরিপূর্ণ করতে ক্যাম্প চলাকালীন সময়ে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে মাশরাফি-মুশফিক-রিয়াদরা।

এদিন ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে সাসেক্সের অরুনদেল কাসল ক্রিকেট গ্রাউন্ডে। এরপর সাসেক্স একাদশের ৫ই মে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের দলে থাকা ১৮ জন ক্রিকেটারের মধ্যে ১৬ই এখন ব্যস্ত সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্পে। আইপিএলের দশম আসরে খেলার জন্য ক্যাম্পে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। জানা গেছে, আইপিএল পর্ব শেষ করে ৫ই মে দলের সাথে যোগ দিবেন সাকিব-মুস্তাফিজ। এরপর ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ৭ই মে আয়ারল্যান্ড পাড়ি দিবে মাশরাফির নেতৃত্বাধীন ১৮ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল।

উল্লেখ্য, ১২ই মে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মোকাবেলা করবে বাংলাদেশ। এরপর, ১৭ই মে প্রতিযোগিতার অপর প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৯মে আয়ারল্যান্ড ও ২৪শে মে ফের নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, শুভাশিষ রায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn