হাসিনার সম্মানে দিল্লি যাচ্ছি: মমতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নৈশভোজে যোগ দিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন ‘বাংলা’র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে মমতা নিজেই একথা বলেছেন। তিনি বলেন, দিল্লিতে রাষ্ট্রপতির আমন্ত্রণ ভারত-বাংলাদেশের যৌথ বিষয়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। তার সম্মানেই রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছি। আগামী ৭ এপ্রিল অর্থাৎ শুক্রবার তিনি দিল্লি রওনা দিচ্ছেন। পরদিন দিল্লি থেকে বাংলাদেশ বাসের উদ্বোধন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর রাতে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নৈশভোজের আসরেও যোগ দেবেন মমতা। এই সফরের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলাদেশের প্রধনমন্ত্রী শেখ হাসিনার এই দিল্লি সফরে দুই দেশের মধ্যে নানা চুক্তির সম্ভাবনা রয়েছে। তিস্তা চুক্তিসহ অনেক ইস্যুতেই পশ্চিমবঙ্গের স্বার্থ জড়িত। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে কোনও ডাক আসেনি মমতার কাছে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে হঠাৎ হাসিনার সম্মানে নৈশভোজে যোগ দেওয়ার সুযোগ এসে পড়ায়, দিল্লি যেতে মনস্থ করেছেন মমতা। মমতা মনে করেন, দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে চুক্তি হলেও, কিছু ক্ষেত্রে বাংলার স্বার্থ জড়িত থাকবেই, যেহেতু পশ্চিমবঙ্গের প্রতিবেশী বাংলাদেশ। তাই বাংলাকে অন্ধকারে রেখে কিছু করা যাবে না, প্রধানমন্ত্রীর কাছে এমন দাবি জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।