৩৫ বছর পর সিনেমা দেখলো সৌদি নাগরিকেরা!
আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহের ছুটির দিনে পরিবারসহ প্রথমবারের মতো সিনেমা উপভোগ করলেন সৌদি আরবের নাগরিকরা। দীর্ঘ ৩৫ বছরের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে সৌদি-সরকার। জেদ্দার লোহিত সাগরের শহরে একটি অস্থায়ী সাংস্কৃতিক অডিটরিয়ামে প্রোজেক্টরের মাধ্যমে সিনেমা দেখার আয়োজন করে সৌদি কৃর্তপক্ষ। সাথে পপ-কর্ণসহ নানা ধরনের খাবার ও বিনোদনের ব্যবস্থা করা করা হয়। দেশটিতে প্রথম স্থায়ী থিয়েটার আগামী মার্চে উন্মুক্ত করা হবে বলে সৌদি সরকার। এর আগে ১৯৮০ সালে ধর্মীয় চাপের মুখে পুরুষ ও মহিলাদের এক সাথে ছবি দেখা ও বিনোদন কেন্দ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে মুসলিম রাষ্ট্রটি। সম্প্রতি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিভিন্ন আরোপিত নিষেধাজ্ঞা সহজ করার পাশাপাশি ছবি দেখার উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়।