আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহের ছুটির দিনে পরিবারসহ প্রথমবারের মতো সিনেমা উপভোগ করলেন সৌদি আরবের নাগরিকরা। দীর্ঘ ৩৫ বছরের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে সৌদি-সরকার। জেদ্দার লোহিত সাগরের শহরে একটি অস্থায়ী সাংস্কৃতিক অডিটরিয়ামে প্রোজেক্টরের মাধ্যমে সিনেমা দেখার আয়োজন করে সৌদি কৃর্তপক্ষ। সাথে পপ-কর্ণসহ নানা ধরনের খাবার ও বিনোদনের ব্যবস্থা করা করা হয়। দেশটিতে প্রথম স্থায়ী থিয়েটার আগামী মার্চে উন্মুক্ত করা হবে বলে সৌদি সরকার। এর আগে ১৯৮০ সালে ধর্মীয় চাপের মুখে পুরুষ ও মহিলাদের এক সাথে ছবি দেখা ও বিনোদন কেন্দ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে মুসলিম রাষ্ট্রটি। সম্প্রতি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিভিন্ন আরোপিত নিষেধাজ্ঞা সহজ করার পাশাপাশি ছবি দেখার উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn