রাজধানীতে লকডাউন অমান্য করে অকারণে বাইরে বের হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১ জুলাই) লকডাউনের প্রথমদিন পুলিশের আটটি বিভাগ অভিযান পরিচালনা করে ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮টি বিভাগের ৫১টি থানা এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১২ জনকে জরিমানা করা হয়। এছাড়া মুচলেকা দিয়ে ৩৯১ জনকে ছেড়ে দেওয়া হয়। ট্রাফিক বিভাগের অভিযানে ৮টি বিভাগে ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। জরিমানা করা হয় ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। এসময় ৭৭টি গাড়িকে রেকারিং করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যৌক্তিক কারণ ছাড়া যারা বাইরে বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn