অনিয়ম ও দূর্নীতি: জগন্নাথপুরে পিআইসির ২ সভাপতি আটক
জগন্নাথপুর::জগন্নাথপুর উপজেলায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে হাওর রক্ষা বেরীবাঁধ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে ২ জন পিআইসি সভাপতিকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ পুলিশ ফোর্স নিয়ে নলুয়ার হাওর থেকে এ দুই জনকে আটক করেন। আটককৃতরা হচ্ছেন ভুরাখালী বেরীবাধ প্রজেক্ট বাস্তবায়ন কমিটির সভাপতি সুরঞ্জিত দাস ও নলুয়ার হাওর ফোল্ডার-১ এর পিআইসি সভাপতি রাহিম আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, সরকারি নীতিমালা লংঘন করে বাঁধ নির্মানে এদের অবহেলা ও ব্যাপক অনিয়ম রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক উচ্চতার বেরীবাধ নির্মান করতে এরা ব্যর্থ হয়েছেনন। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকারি নীতিমালা অনুযায়ী বেরীবাঁধ নির্মান করতে যারা ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ পুলিশ ফোর্স নিয়ে হাওরে গেলে অনেক পিআইসি সভাপতি ও সেক্রেটারিদের মধ্যে গ্রেফতার আতঙ্ক দেখা দেয়। এর আগে সরকারি নীতিমালা অমান্য করে বাঁধের পাশ থেকে মাটি উত্তোলনের অভিযোগে নলুয়ার হাওরের ৪৬নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সুরুজ্জামান কে গ্রেফতার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ অভিযোগে আরো অনেক পিআইসির সভাপতিকে আটক করা হতে পারে বলে তিনি জানান।