অলআউটের পথে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক।।
সেঞ্চুরিটা হলো না মুশফিকের। দলকে অনেক দূর টেনে নেওয়ার পর ৮৫ রানে আউট হয়ে গেলেন টাইগারদের এই অধিনায়ক। টানা দুই বলে মিরাজ ও তাসকিনের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারলেন না টাইগার অধিনায়ক মুশফিক। লঙ্কান অধিনায়ক হেরাথের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৫ রান।চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ উইকেটে ৩১২ রান সংগ্রহ করে চা বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় দিন ২ উইকেটে ১৩৩ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দিনের শুরুতেই ফিরে যান সৌম্য সরকার। লাকমালের বলে কুমারার হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলেন এই টাইগার ওপেনার। আউট হওয়ার আগে ৭৭ রান করেছেন সৌম্য। দলীয় ১৭০ রানের মাথায় ২৩ রান করে সাজঘরে ফিরে যান সাকিবও। ব্যক্তিগত ৮ রানে ফিরে যান মাহমুদউল্লাহও। কিছু করতে পারেননি উইকেট রক্ষক হিসেবে দলে জায়গা পাওয়া লিটন দাস। ৫ রান করে হেরাথের বলে গুনারত্নের হাতে ক্যাচ তুলেন তিনি। ফলে ১৯২ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে বাংলাদেশ।
এর আগে গল টেস্টের প্রথম ইনিংসে ৪৯৪ রানে থামে শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ১৯৪ রান করেন মেন্ডিস। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান আসে আসেলা গুনারত্নের ব্যাট থেকে। দলকে ৭৫ রান উপহার দেন নিরোশান ডিকওয়েলা। বাংলাদেশি বোলারদের মধ্যে ৪টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। ২টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন শুভাষিস রায়, সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। জবাবে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।