অ্যামাজনের প্রায় ২০ হাজার কর্মী করোনা আক্রান্ত
বার্তা ডেস্ক :: মার্চ থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৮০০ জন অ্যামাজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে অ্যামাজনের পক্ষ থেকে। আমেরিকার প্রায় ৬৫০ শহরে ছড়িয়ে রয়েছে অ্যামাজনের ব্যবসা। বিভিন্ন পরিষেবা মিলিয়ে প্রায় ১৩ লাখ ৭০ হাজার জন কাজ করেন ওই প্রতিষ্ঠানে। সম্প্রতি ওই প্রতিষ্ঠানের কিছু লজিস্টিক সেন্টারের কর্মীরা কোভিড নিয়ে নিরাপত্তা ব্যাপারে সংস্থার পদক্ষেপের সমালোচনা করেছিলেন। ওই কর্মীদের অভিযোগ, সহকর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর ঠিক মতো জানানো হচ্ছে না তাদের। এরপরই বিবৃতি দিয়ে আক্রান্তের বিষয়টি জানানো হল অ্যামাজনের পক্ষ থেকে। বিবৃতিতে অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘করোনার মহামারির শুরু থেকেই আমরা কর্মীদের সচেতন করে চলেছি। নতুন সংক্রমণের খবর পেলেই বিল্ডিংয়ের সকলকে সে ব্যাপারে অবহিত করা হয়েছে। তবে নিজেদের কর্মীদের মধ্যে আক্রান্ত হওয়ার হার কম বলেই মনে করছে অ্যামাজন। তাদের মতো, আমেরিকার সাধারণ জনগণের মধ্যে যে সংক্রমণ হারে রয়েছে, তা থাকলে ৩৩ হাজারের বেশি কর্মী আক্রান্ত হতেন বলে জানিয়েছে তারা।