ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। বুধবার (২০ই জানুয়ারি) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লাল-সবুজের জার্সিতে মাঠে নামবে তামিম ইকবালরা। ম্যাচের আগে দলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বুধবার (২০ই জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মিরপুর জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলে বাংলাদেশ। তারপর করোনাভাইরাসের আবির্ভাবে গোটা বিশে^ ক্রিকেট বন্ধ হয়ে যায়। গত জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাধ্যমে আবারো ক্রিকেট শুরু হয়। এরপর একে একে সব দেশই ক্রিকেটে ফিরে। দু’টো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ।
এবার ক্যারিবীয়দের বিপক্ষে অপেক্ষার অবসান ঘটছে। দলকে শুভেচ্ছা জানিয়ে মাশরাফি নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে লিখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেটদল কাল (বুধবার) মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভকামনা।’ গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলের দায়িত্ব ছাড়েন মাশরাফি। নতুন অধিনায়ক হিসেবে তামিমকে বেছে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার কারণে জাতীয় দলের হয়ে এটিই তামিমের প্রথম ম্যাচ হতে চলেছে। মাশরাফি লিখেন, ‘তামিম ইকবালের জন্য রইলো বিশেষ ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই -(বাংলাদেশ)।’
সংবাদ টি পড়া হয়েছে :
৫৫ বার