আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে বিপ্লব এনেছে: এমপি মানিক
ছাতক :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর। সরকার শিক্ষকদের মান উন্নয়নসহ শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। এ যুগোপযোগি শিক্ষার সূফল ভোগ করছে আপনার আমার সন্তানেরা। শুক্রবার ছাতক সমিতি সিলেট এর উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী, সফল জনক-জননী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে শিক্ষার ভীত মজবুত করতে সরকার শিক্ষার উপর অধিক গুরুত্বারোপ করেছে। নির্মাণ করা হয়েছে দেশে প্রাথমিক বিদ্যালয়ে হাজার-হাজার দৃষ্টিনন্দন ভবন। ছতক-দোয়ারাবাসি সরকারের এ উন্নয়ন থেকে বঞ্চিত হয়নি। এখানেও শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের সম্পদ, এই সম্পদকে পরিচর্যা করে সকলকে সম্পত্তিতে রুপান্তরিত করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে। নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর হলরুমে অনুষ্ঠিত সভায় ছাতক সমিতির সভাপতি অধ্যাপক খসরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলা উদ্দিন ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাসুম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন। শাবিপ্রবির শিক্ষক ড. কবির হোসেন, ছাতক উপজেলার চেয়ারম্যান ফজলুল রহমান, দোয়ারা বাজার উপজেলার চেয়ারম্যান আব্দুর রহিম, সিকৃবির রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, ছাতক উপজেলার ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আফজল হোসেন। অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, আ.লীগ নেতা রাজ উদ্দিন, আ.ন.ম কনা মিয়া, চেয়ারম্যান বিলাল আহমেদ, শায়েস্তা মিয়া, গিয়াস মিয়া, প্রবাসী বদরুজ্জামান শামীম, ডা. মঈন উদ্দিন, নুরুল হক, জহির চৌদুরী, সালেহ আহমদ, রাসেল আহমদ, কবির আহমদ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জালার উদ্দিন, নাজনিন আক্তার কনা প্রমুখ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।