আজ হাউস অব কমন্সে বঙ্গমাতা বিষয়ক সেমিনার
জুয়েল রাজ, যুক্তরাজ্য
আজ সোমবার বৃটিশ পার্লামেন্ট ভবন হাউস অব কমন্সে প্রথমবারের মত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সেমিনারটি অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরাম, ইউকে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি এমপি, প্রধান আলোচক বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নাতনি, বৃটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক এমপি, সম্মানিত অতিথি বিশিষ্ট কলামিস্ট-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী ছাড়াও লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির এমপিরা উপস্থিত থাকবেন। সংগঠনের সদস্য সচিব সুজাত মনসুর জানিয়েছেন, তাদের সংগঠনের উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও বর্তমান বাংলাদেশ সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলো বাংলা ও ইংরেজি ভাষায় বাংলাদেশি বংশদ্ভুত প্রবাসী নতুন প্রজন্মের কাছে তুলে ধরা বিভিন্ন প্রকাশনা ও সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে।
উল্লেখ্য, এক বছরের কম সময়ের মধ্যে তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ‘মুজিব মানেই মুক্তি, ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব’, ‘শেখ মুজিবের রেণু’ ও ‘একা একজন যুদ্ধ কিন্তু শত সেক্টরে’ চারটি বই প্রকাশ করেছেন, যা এবারের একুশের বইমেলায় বিক্রি হয়েছে। তবে এটাই তাদের প্রথম সেমিনার। ভবিষ্যতে ইংল্যান্ডের বিভিন্ন শহরে এ ধরনের সেমিনার আয়োজনের উদ্যোগ নেয়া হবে।