ঢাকা: আন্দোলন করে চাইলেই গার্হস্থ্য অর্থনীতি কলেজ ইনস্টিটিউট হবে না মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করে। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী আরো জানান, সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৭ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ৩০ মার্চ আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সারাদেশ থেকে লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। মন্ত্রী বলেন, পঞ্চমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী তিনটি গ্রুপে ৪টি বিষয়ে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর অংশগ্রহণে সৃজনশীল মেধা অন্বেষণের আয়োজন করা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে গত কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, অনেক দিন ধরে তারা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে আন্দোলন করছেন। এর আগেও একাধিকবার ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটের আওতায় আনতে হলে সহশিক্ষা কার্যক্রম চালু করতে হবে। পরে সহশিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা বলেন, স্মারকলিপি দেয়ার সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই তারা রাস্তায় নেমেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn