আফগানিস্তানে উগ্রবাদী সংগঠন তালেবানের আত্মঘাতি বোমা হামলায় ৮ সেনা নিহত হয়েছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহরের একটি সামরিক ঘাটিতে এই সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলার পর এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
খবরে বলা হয়, তালেবান চুক্তি মানছে না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন দাবি করার দুদিনের মাথায় সহিংস হামলা চালালো সংগঠনটি। তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সন্ত্রাসী কার্যক্রম থেকে ফিরে আসবে এবং আফগানিস্তানে আল-কায়দার মতো অন্যান্য জিহাদি সংগঠনগুলোর কার্যক্রম থামাতে সাহায্য করবে। শনিবারের হামলা নিয়ে নানগরহরের গভর্নর একটি বিবৃতি দিয়েছে। এতে তিনি বলেন, হামলাকারি নিজেই বোমা বহন করে এনে ঘাটির কাছে এসে বিস্ফোরণ ঘটায়। প্রাদেশিক কাউন্সিলের ডেপুটি হেড আজমল ওমর হামলায় নিহতের সংখ্যা ১৫ বলে জানিয়েছেন। এদিকে হামলার পরই বিবৃতি দিয়ে এর দায় স্বীকার করেছে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
সংবাদ টি পড়া হয়েছে :
৫৪ বার