আফগানিস্তানে সবচেয়ে বড় বোমা ফেলল যুক্তরাষ্ট্র
আফগানিস্তানের নানগরহর প্রদেশে ইসলামিক জঙ্গি সংগঠন আইএস-এর ঘাঁটি লক্ষ্য করে ‘মাদার অব অল বোম্বস’ নন-পরমাণু বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাপক বিধ্বংসী জিবিইউ-৪৩/বি নামের এই বোমাটি বৃহস্পতিবার বিকেলে আইএস- এর ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় ব্যবহার করা হয়।গত ২০০৩ প্রথম এই বোমার সফল পরীক্ষা করা হয়। এরআগে আর কখনো এ বোমা হামলা চালানো হয়নি। যদিও ইরাক যুদ্ধের সময় মার্কিন বাহিনী বোমাটি ইরাকে মোতায়েন করেছিলো। এদিকে পেন্টাগন জানিয়েছে বোমাটি এমসি-১৩০ যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়েছে।
আফগানিস্তানে মার্কিন ও আন্তর্জাতিক বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন জানান, ব্যাপক বিধ্বংসকারী এই বোমা হামলার মাধ্যমে আইএস-এর গোপন সুড়ঙ্গ, গুহা ও বাঙ্কারগুলো ধ্বংস করা হয়েছে।
৯ হাজার ৮শত কেজি ওজনের এই বোমাটির বিস্ফোরণ ক্ষমতা ১৮টন। জিবিইউ-৪৩/বি এর দৈর্ঘ্য ৯ ফিট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় নিক্ষেপিত লিটল বয় নামক পারমাণবিক বোমাটির বিস্ফোরণ ক্ষমতা ছিল ১৫ টন। সূত্র : বিবিসি।