আবারও রিয়ালকে টপকানোর সুযোগ বার্সার

দুই দিন আগে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দীর্ঘদিন পর লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের সেই উচ্ছ্বাসের রেশ অবশ্য খুব বেশিক্ষণ টেকেনি। ঘণ্টা দু’য়েক পরই নাটকীয়ভাবে জিতে শীর্ষস্থান দখল করে নেয় রিয়াল মাদ্রিদ।

আজ বুধবার আবারও শীর্ষে উঠার সুযোগ থাকছে বার্সেলোনার। লা লিগায় স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে লুইস এনরিকের দল। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে। এই ম্যাচে যদি মেসি-নেইমাররা জয় পান তাহলে আবারও সবার উপরে জায়গা করে নেবে কাতালান ক্লাবটি। তবে এই আনন্দটা আজকেও খুব অল্প সময়ের জন্যই হতে পারে। কেননা রাত আড়াইটায় লাস পালমাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

জিনেদিন জিদানের দল যদি এই ম্যাচ জেতে তাহলে দ্বিতীয় স্থানেই ফিরে যেতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। তবে রিয়াল ড্র করলে কিংবা হারলেই বদলে যাবে পরিসংখ্যান।

অবশ্য দুই দলের প্রতিপক্ষই দুর্বল। অবস্থান বিবেচনায় দুই দলই শীর্ষ দশের বাইরে। বার্সার প্রতিপক্ষ স্পোর্টিং গিজন তো একেবারে পয়েন্ট টেবিলের তলানীতে, ১৭ নম্বরে। ২৪ ম্যাচ খেলে জয় মাত্র চারটিতে। পয়েন্ট ১৭। রিয়ালের প্রতিপক্ষ লাস পালমাসের সংগ্রহে ২৮ পয়েন্ট। অবস্থান লিগ টেবিলের ১৩। এমন খর্বশক্তির দুই দলের বিপক্ষে লা লিগার জায়ান্ট দুই ক্লাব জিতবে এমনটাই প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।

অনুশীলনে ফুরফুরে মেজাজেই দেখা গেল বার্সার আক্রমণভাগের তিন তারকাকে। ছবি : সংগৃহীত

মৌসুমের প্রথম ২৩ ম্যাচ থেকে ৫৫ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলেও দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহে ৫৪ পয়েন্ট। স্পেনের দুই জায়ান্ট ক্লাব বার্সা ও রিয়ালকে চাপে রেখেছে সেভিয়াও। কেননা বার্সার সমান ২৪ ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

তানজিদের ফিফটির পর রিশাদ-ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ 

তানজিদের ফিফটির পর রিশাদ-ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ 

পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন নারী ফুটবলার রাজিয়া   

পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন নারী ফুটবলার রাজিয়া   

মার্চে আসছে শ্রীলঙ্কা, সিলেটে ৩ টি-টোয়েন্টি ও প্রথম টেস্ট

মার্চে আসছে শ্রীলঙ্কা, সিলেটে ৩ টি-টোয়েন্টি ও প্রথম টেস্ট