আলতাব আলী দিবস পালন
লন্ডন প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ১৯৭৮ সালের ৪ মে বর্ণবাদী হামলায় নিহিত আলতাব আলীকে স্মরণ করল কমিউনিটি। এতে বাংলাদেশী ছাড়াও বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল উদ্যোগে আলতাব আলী দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, বাংলাদেশ হাই কমিশনার নাজমুল কাওনাইন, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, কবিতা আবৃতি করেন কবি শামীম আজাদ।
এছাড়াও বক্তব্য আলতাব আলী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রুশনারা আলী এমপিসহ উল্লেখ্যযোগ্য কাউন্সিলারগন। কর্মসূচির শুরুতে পুস্পস্তবক অর্পন করেন কমিউনিটি নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, বাঙ্গালী যুবক আলতাব আলী ১৯৭৮ সালের ৪ মে, পূর্ব লন্ডনের এডলার স্ট্রীটে বর্ণবাদীদের হাতে নিহত হয়েছিলেন। এই বর্ণবাদী হত্যাটি সমগ্র ব্রিটেন জুড়ে তখন আলোড়ন সৃষ্টি করেছিলো। পরবর্তীতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য হত্যাকান্ডের নিকটবর্তী সেন্ট মেরিস পার্কের নাম বদল করে রাখা হয় আলতাব আলী পার্ক। ২০১৫ সালে মেয়র নির্বাচনের সময় লেবার দলীয় প্রার্থী জন বিগস ঘোষনা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে ৪ মেম্ব কে আলতাব আলী দিবস ঘোষনার পাশাপাশি একে কাউন্সিলের উদ্যোগে পালন করা হবে।
নির্বাচিত হয়ে মেয়র জন বিগস তার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেন এবং এবছর দ্বিতীয়বারের মতো কাউন্সিলের উদ্যোগে দিবসটি পালিত হতে যাচ্চেছ। মেয়র জন বিগস এ উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বলেন, আলতাব আলীর নির্মম হত্যাকান্ড এবং একে কেন্দ্র করে জেগে উঠা আন্দোলন আমাদের বারার ইতিহাসের একটি উল্লেখযোগ্য অংশ। সেদিনের ঐক্যবদ্ধ আন্দোলন প্রমাণ করেছিলো ইস্ট এন্ডে বর্ণবাদ, বৈষম্য এবং ঘৃণার কোন স্থান নেই। প্রায় ৪০ বছর হয়ে গেলেও এই ঘটনার ত্পার্য এখনো বিদ্যমান। দিবসটিতে আমরা শুধু আলতাব আলীকেই স্মরণ করিনা, আমরা বর্ণবাদকেও ঘৃণা জানাই।