‘দায়িত্ব নিতে পারেনি মিডল অর্ডার’
দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে এলো বাংলাদেশের। আগামীকাল দ্বিতীয় ও শেষ টি ২০ দিয়ে শেষ হবে সফর। বৃহস্পতিবার প্রথম টি ২০তে ২০ রানে হেরেছেন সাকিবরা। বাংলাদেশ যে এ ম্যাচে খুব ভালো খেলেছে, এমনটা বলতে রাজি নন মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস। তাদের মতে, এমন পারফরম্যান্স জয়ের জন্য যথেষ্ট নয়। নাফীস মনে করেন, হারের ব্যবধান কম হওয়ার মানে এই নয় যে, ভালো খেলা হয়েছে। আর আশরাফুলের মতে, অন্য ম্যাচগুলোতে জয়ের সম্ভাবনা ছিল না, কিন্তু এই ম্যাচে অন্তত চেষ্টা পরিলক্ষিত হয়েছে। প্রথমে ব্যাট করে স্বাগতিকরা চার উইকেটে ১৯৫ রান তোলে। সফরকারীরা নয় উইকেটে ১৭৫ রানে থেমে যায়। বাংলাদেশের জয়ের সুযোগ কখন হাতছাড়া হল জানতে চাইলে শাহরিয়ার নাফীস বলেন, ‘টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলোর চেয়ে কিছুটা ভালো হয়েছে প্রথম টি ২০। কিন্তু জয় পাওয়ার মতো পারফরম্যান্স হয়নি। সৌম্য অনেকদিন ধরে রান পাচ্ছিল না। একটা ভালো ইনিংস খেলেছে। এছাড়া বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ ও পেসার রুবেল ভালো করেছে। এজন্যই ম্যাচটা অর্যরকম দেখাচ্ছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ১৯৫ রান দিয়েছে। এটা ভালো বোলিং হতে পারে না। ব্যাটিংয়ে আবার মিডলঅর্ডার দায়িত্ব নিতে পারেনি। শেষদিকে সাইফউদ্দিন যে রান করেছে, সেটা হয়তো তার ব্যক্তিগত ক্যারিয়ারে কাজে দেবে, সেটা দলের কোনো উপকারে আসেনি। তার ৩৯* রানে ব্যবধান কমেছে, এই যা।’
শেষ ম্যাচে বাংলাদেশের কোনো সুযোগ দেখছেন কি? নাফীস বলেন, ‘ক্রিকেটারদের মধ্যে যদি বিশ্বাসটা জন্মায় যে, আমরা ভালো খেলেছি, তাহলে শেষ ম্যাচ কিছুটা সহজ হতে পারে। আরও ভালো খেলার সম্ভাবনা থাকছেই।’ সাকিব আল হাসানদের আরও ভালো পারফর্ম করতে হবে। প্রথম টি ২০তে বাংলাদেশের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে আশরাফুল বলেন, ‘বাংলাদেশ এই ম্যাচ জেতার চেষ্টা করেছে। অন্য ম্যাচগুলোতে চেষ্টার সুযোগই দেয়নি দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারের ম্যাচে কেউ ভালো ব্যাটিং করতে পারলে স্কোর ভালো দেখা যায়। আবার একজন বোলারের ভালো একটি স্পেলে প্রতিপক্ষকে কম রানে বেঁধে ফেলা সম্ভব হয়। বাংলাদেশ প্রথম ম্যাচে বোলিংয়ে সেই কাজটা পারেনি।’ টি ২০ ক্রিকেটেই বাংলাদেশের সবচেয়ে হতাশার পারফরম্যান্স। সেই ফরম্যাটে ভালো করার কারণ কী? আশরাফুল বলেন, ‘এখন বাংলাদেশের হারানোর কিছু নেই। হয়তো এমন মনোভাব নিয়ে খেলেছে বলে কিছুটা ভালো দেখাচ্ছে। মনে রাখতে হবে, টি ২০ ক্রিকেটে ২০ রানের হারটাও কিন্তু ছোট নয়। তবে এমন পারফরম্যান্স শেষ ম্যাচে কিছুটা সম্ভাবনা জাগিয়ে তুলেছে।’
সংবাদ টি পড়া হয়েছে :
২০৩ বার