ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের কার্যালয়ে হামলা চালাল এক নারী বন্দুকধারী। সেই নারী বন্দুকধারীর একের পর এক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে সেই নারী বন্দুকধারী নিজের গুলিতেই মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ হামলা চালায় সে নারী আততায়ী। সেই হামলায় অন্তত চারজন আহত হয়েছে, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি। এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। খবর সংবাদ সংস্থা বিবিসি’র। ঘটনাস্থল থেকে যে সকল ভিডিও ফুটেজ পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা বিভিন্ন দিকে পালাতে শুরু করে। এরপর পুলিশ সদর দফতরের চারদিকে অবস্থান নেয়। ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়ে তারা একটি তদন্ত শুরু করেছে।  খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn