এছাড়াও ফেসবুকে চ্যাট করে, নগ্ন ছবি আদান-প্রদান হচ্ছে, খোলামেলাভাবে লাইভে কথা হচ্ছে। এসব ভিডিও, ছবি দিয়েই একপর্যায়ে ব্ল্যাকমেইলের ঘটনা ঘটছে। এরকম ঘটনা ঘটছে প্রতিনিয়তই। কিন্তু মামলা হচ্ছে না সেভাবে। এ বিষয়ে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলশি কমিশনার নাজমুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে একটা শ্রেণি এর অপব্যবহার করছে। প্রতিদিনই আমাদের কাছে নানা অভিযোগ আসছে। কিন্তু যে হারে অভিযোগ আসে সে হারে মামলা হচ্ছে না। নানা কারণে মামলা করতে চান না ভুক্তভোগী নারীরা। তবে নানাভাবে তাদের আইনানুগ সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি।-এমজমিন

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn