সেমিফাইনালে সরাসির সেটে জয়ী হয়ে ইন্ডিয়াস ওয়েলস মাস্টার্স টেনিসের ফাইনাল নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের দুই তারকা রজার ফেদেরার ও স্ট্যান ওয়ারিঙ্কা। ফলে নারীদের অল-রাশিয়ান ফাইনালের মতই পুরুষ বিভাগেও অল-সুইস ফাইনালের অপেক্ষায় এখন সমর্থকরা। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ফেদেরার জানুয়ারিতে ১৮টি স্ল্যামের মালিক হয়েছেন। শনিবার ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে তিনি যুক্তরাষ্ট্রের জ্যাক সককে ৬-১, ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন। ফাইনালে জিততে পারলে রেকর্ড পঞ্চমবারের মত ইন্ডিয়ান ওয়েলস শিরোপা ঘরে তুলবেন ফেদেরার। অপর সেমিফাইনালে ইউএস ওপেন বিজয়ী ওয়ারিঙ্কা প্রথমবারের মত ক্যালিফোর্নিয়ায় কোয়ার্টার ফাইনালের বাঁধা পার করে স্পেনের পাবলো কারেনো বুস্তাকে সহজেই ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন।

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান নিক কিরগিওসের কঠিন বাঁধার সম্ভাবনার সামনে থাকলেও অসুস্থতার কারনে কিরগিওস নাম প্রত্যাহার করে নিলে কোর্টে না নেমেই ফেদেরার সেমিফাইনালের টিকেট পান। ফলে সেমিফাইনালের আগে বিশ্রামেই ছিলেন ফেদেরার। চতুর্থ রাউন্ডে ফেদেরার ৬-২, ৬-৩ গেমে রাফায়েল নাদালকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। প্রথম সেটে সককে পরাস্ত করতে মাত্র ২১ মিনিট সময় নেন এই সুইস তারকা। কিন্তু চলতি বছর অকল্যান্ড ও ডিলরে বিচের দুটি শিরোপার মালিক সক দ্বিতীয় সেটে দারুনভাবে ফিরে আসেন। সপ্তম গেমে ব্রেক পয়েন্ট রক্ষা করে সেটটি টাই ব্রেকে নিয়ে যান। টাই ব্রেকে ফেদেরারের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে স্টেডিয়াম কোর্টের স্বাগতিক সমর্থকদের উচ্ছাসে ভাসিয়েছিলেন সক। কিন্তু ফেদেরার পরের সাত পয়েন্টের মধ্যে ছয়টিই আদায় করে নিয়ে সেট নিশ্চিত করেন।

ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, ‘আমি মনে করি প্রথম সেটে আমি দারুন খেলেছি। সেক্ষেত্রে জ্যাক নিজের সেরাটা দিতে পারেনি। কিন্তু পরবর্তীতে সেই লিডটা ধরে রাখতে পারিনি। দ্বিতীয় সেটে আরো ভাল খেলার আশা করেছিলাম। জ্যাককে ব্রেক করাটা কঠিন ছিল। বিশেষ করে জ্যাকের সার্ভিস আমাকে সমস্যায় ফেলেছিল। আমি আমার দ্বিতীয় সার্ভিসের ওপর বেশী নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটিতে জয়ী হওয়ায় আমি সন্তুষ্ট।’ এদিকে ক্যারিয়ারে প্রথমবারের মত মাস্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা ২৪ বছর বয়সী সক বলেছেন, প্রথম সেটে নিজের ইচ্ছামত সার্ভিস গেম খেলতে পারিনি। কিন্তু দ্বিতীয় সেটে নিজেকে ফিরে পাই। পুরো ম্যাচে ভুল ততটা হয়নি।

ওয়ারিঙ্কার বিপরীতে ফেদেরার এ পর্যন্ত ২২ বারের মোকাবেলায় ১৯ বারই জয়ী হয়েছেন। এর মধ্যে সর্বশেষ ছিল জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। ক্যারিয়ারের চতুর্থ মাস্টার্স টুর্নামেন্টের ফাইনালে খেলতে আসা ওয়ারিঙ্কার জন্য প্রতিপক্ষ কঠিন না হলেও পথটা বেশ বন্ধুরই ছিল। বিশেষ করে চতুর্থ রাউন্ডে ইয়োশিতো নিশিয়োকা ও কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়ান ডোমিনিক থেইমের বিপক্ষে বেশ কষ্ট করেই জিততে হয়েছে ওয়ারিঙ্কাকে। তবে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ জয় তুলে নিয়েছেন বিশ্বের তিন নম্বর এই সুইস তারকা। স্পেনের ২৩তম র‌্যাঙ্কধারী কারেনো বুস্তাকে পরাস্ত করতে ওয়ারিঙ্কা সময় নিয়েছেন মাত্র ৬৪ মিনিট।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn