ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দফতরে সন্ত্রাসী হামলা, নিহত ৫
ইন্দোনেশিয়ার সুমাত্রায় পুলিশ সদর দফতরে সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হয়েছেন। হামলায় আরও ২ পুলিশ সদস্য ও ২ সাংবাদিক আহত হয়েছেন। বুধবার (১৬ মে) দেশটির সুমাত্রা দ্বীপের রিয়াউ প্রদেশের রাজধ ানী পেকানব্যারুতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের নিজস্ব এক প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির পুলিশের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সকালে গাড়ি চালিয়ে এসে রিয়াও এলাকায় পুলিশ সদর দফতরে ঢুকে পড়ে হামলাকারীরা। তলোয়ার নিয়ে এক পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। তাদের একজন নিজের শরীর বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় তিন হামলাকারী।তবে এখনও এ হামলার দায় কেউ স্বীকার করেনি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা জানিয়েছে, হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও চারজন ঘটনাস্থল থেকে পালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে গত চার দিনে উপর্যুপরি তিনবার জঙ্গি হামলার ঘটনা ঘটলো দেশটিতে।