ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভূমিধসের ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ভারি বৃষ্টিপাত থেকে শনিবার সকালে পনোরোগো জেলার বানারান গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এতে অন্তত ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভূমিধসে আটকা পড়াদের উদ্ধারে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। এছাড়া হতাহত ও স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, পাহাড়ের নীচে থাকা মানুষেরা ওই স্থানে আদার চাষ করত। ইন্দোনেশিয়ায় মৌসুমী বৃষ্টিপাতের ফলে প্রায়ই এমন ভূমিধসের ঘটনা ঘটে থাকে। দেশটির ১৭ হাজার দ্বীপের বহু মানুষ চাষাবাদের সুবিধার্থে পাহাড়ের পাদদেশে কিংবা উর্বর অববাহিকা কাছাকাছি বাস করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn