ইবির দ্বিতীয় নারী ডিন ড. রেবা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদের নতুন ডীন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের ড. রেবা মন্ডল। রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে আইন ও শরীয়াহ অনুষদের ডিন অফিসের সভাকক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের মাধ্যমে তিনি সদ্য বিদায়ী ডিন ড. নুরুন নাহার এর স্থালাভিষিক্ত হলেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ডিন আইন বিভাগের ড. নূরুন নাহারের দায়িত্বকাল শেষ হওয়ায় একই বিভাগের ড. রেবা মন্ডলকে আগামী ২ বছরের জন্য আইন ও শরীয়াহ অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেন বিশ্ব বিদ্যালয়ের ভিসি ড. রাশিদ আসকারী। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে ডিনের দায়িত্ব গ্রহন করেন। আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব বিদ্যালয়ের ভিসি ড. রাশিদ আসকারী, প্রো-ভিসি ড. শাহিনুর রহমান, ট্রেজারার ড. সেলিম তোহা, সদ্য বিদায়ি ডিন ড. নুরুন নাহার, আইন বিভাগের সভাপতি ড. জহুরুল ইসলাম, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. এ কে এম নূরুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল প্রমুখ।