ইরানে পার্লামেন্টে হামলায় নিহত ১২, আইএসের দায় স্বীকার
ইরানের পার্লামেন্ট মজলিশ ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলায় সবশেষ ১২ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিভিন্ন সম্প্রচারমাধ্যম। তাদের দাবি অনুযায়ী, হামলায় জড়িত ৪ জনই রাষ্ট্রীয় বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং-এর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তারক্ষীরা তা খুঁজে দেখার চেষ্টা করছেন। ভবনটি পরিষ্কারে নিয়োজিত রয়েছেন তারা।’ ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আইএসের দাবি, তাদের যোদ্ধারা তেহরানের দুটি স্থানে হামলা চালিয়েছে। আমাক-এ প্রকাশিত আরেকটি বিবৃতিতে বলা হয়, খোমেনির মাজারে দুইজন আত্মঘাতী হামলা চালিয়েছে।
বুধবার সকালে ইরানের পার্লামেন্ট ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে দুর্বৃত্তদের হামলা হয়। স্থানীয় সংবাদমাধ্যম তাসমিনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। অবশ্য, সে সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা একজন বলে উল্লেখ করা হয়ে। তবে সবশেষ ১২ জন নিহতের কথা জানায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। এরইমধ্যে কয়েকজন হামলাকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানের দুটি এলাকায় হামলা চালায় অজ্ঞাতরা। পার্লামেন্ট সদস্য ইলিয়াস হযরতিকে উদ্ধৃত করে রয়টার্স আরও জানায়,একটি পিস্তল ও দুটি একে-৪৭ রাইফেল নিয়ে তিন দুর্বৃত্ত পার্লামেন্টে হামলা চালায়। নির্বিচারে গুলি চালাতে থাকে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছিল,পার্লামেন্টে হামলাকারীর সংখ্যা ৪ জন ছিল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সেই চারজনের নিহত হওয়ার খবর জানিয়েছে।
পার্লামেন্টে হামলার আধ ঘণ্টা পর আয়াতুল্লাহ খোমেনির মাজারেও কয়েকজন বন্দুকধারী হামলা চালায়। সেসময় একটি আত্মঘাতী হামলাও চালানো হলে কয়েকজন আহত হয়। হামলাকারী আত্মঘাতী নারী বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ফারস নিউজ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড ভেস্টও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। অল্প সময়ের ব্যবধানে খোমেনির মাজারে দ্বিতীয় আরেকটি আত্মঘাতী বোমা হামলার খবর পাওয়া যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং দেশটির বার্তা সংস্থা ফারস নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। তবে এ ঘটনায় এখনও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।