ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিষয়ক তসলিমা নাসরিনের কবিতা-খেলা
-খেলা
নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হলে আমার কষ্ট হয়,
নিরপরাধ যে কোনও মানুষকে হত্যা করা হলে আমার কষ্ট হয়।
আমি তোমাদের মতো কোনও পক্ষ নিতে পারি না।
তোমরা ইসরায়েলকে ভালবাসলে ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেল।
তোমরা ফিলিস্তিনকে ভালবাসলে ইসরায়েলিদের রক্ত নিয়ে হোলি খেল।
আমি পারি না।
ইসরায়েল আর ফিলিস্তিনের মাটি ও মানুষে আমি কোনও পার্থক্য করতে পারি না।
ইহুদি আর মুসলমানে আমি কোনও পার্থক্য করতে পারি না।
নিরপরাধ যে কারও রক্তই আমার কাছে রক্ত,
নিরপরাধ যে কারও আর্তনাদই আমার কাছে আর্তনাদ,
নিরপরাধ যে কারও মৃত্যুই আমার কাছে মৃত্যু।
হামাসের রকেট আমাকেও পোড়াতে পারতো,
ইসরায়েলের মিসাইল ইটপাথরের নিচে ফেলে
আমাকেও শ্বাসরোধ করে মারতে পারতো।
আমি হতে পারতাম ইসরায়েলের এক ইহুদি,
হতে পারতাম এক ফিলিস্তিনি মুসলমান।
যখন আমি এক ইসরায়েলি শিশুর মৃত্যু দেখি
আমার এক টুকরো অস্তিত্বের মৃত্যু হয়,
যখন আমি এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু দেখি,
আমার এক টুকরো অস্তিত্বের মৃত্যু হয়।
অনেক কাল আমি একঘর অন্ধকারে ধুকছি,
দেয়ালে পিঠ ঠেকে আছে।
অনেক কাল আমি আমার অস্তিত্বকে অনুভব করতে পারছি না,
দেয়ালে পিঠ ঠেকে আছে।
এইবার বোধবুদ্ধি থেকে, বিবেক থেকে বিচ্ছুরিত হোক আচমকা আলো,
সেই আলোয় ঝলমল করে উঠুক চরাচর,
মানুষ লজ্জায় মুখ ঢাকবে, বন্ধ করবে হত্যা হত্যা খেলা,
আর আমি দৌড়ে যাবো দিগন্তের দিকে,
সেখানে তপ্ত মরুভূমির গা ঘেষে বয়ে যাচ্ছে শীতল সমুদ্র।