ইসি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে।তারা সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। রিজভী বলেন, ইসি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে যে ভূমিকা রাখা উচিত ছিল তারা তা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, আমরা আশা করেছিলাম প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে যে নির্বাচন কমিশন তারা নির্বাচনের একক কর্তৃত্বের অধিকারী। প্রশাসনকে সরিয়ে দেওয়া, বদলি করা, সন্ত্রাস দমন এবং নির্বাচনী সন্ত্রাস দমন তারা রাষ্ট্রের আইন দ্বারা তাই করতে পারবেন। কিন্তু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের সেই উদ্যোগী ভূমিকা দেখতে পাইনি।