বার্তা ডেক্সঃঃসংঘাতপ্রবণ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে অপহৃত ৫ বাংলাদেশিকে উদ্ধারের পর দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমার্শিয়াল ফ্লাইটটি ঢাকা পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপহৃত বাংলাদেশিরা জাহাজে করে গত বছরের ১২ই ফেব্রুয়ারি ওমান থেকে সৌদি আরবে যাচ্ছিল। সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে জাহাজটি ইয়েমেনের হুদেইদার আল সালাইফ পোর্টের কাছে ডুবে যায়। আরোহীরা কোনোমতে প্রাণ রক্ষা করেন। পরে ওই বাংলাদেশিসহ জাহাজটির সব নাবিককে হুতি বিদ্রোহী সমর্থিত কোস্টগার্ডের সদস্যরা আটক করে নিয়ে যায়। মন্ত্রণালয় জানায়, অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টায় অবশেষে তাদের মুক্ত এবং দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাক জানিয়েছে, ঢাকায় ফেরার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় তাদের জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
দেশে ফেরা ৫ বাংলাদেশি হলেন- মোহাম্মদ আবু তৈয়ব, মো. রহিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ আলমগীর। পাঁচজনের বাড়িই চট্টগ্রামে। দেশে ফিরতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেন এবং ফিরিয়ে আনার প্রক্রিয়ায় যুক্ত সরকারি-বেসরকারি সবার প্রতি কৃজ্ঞতা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি মতে, ওমান, কুয়েত ও জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বিত উদ্যোগে সরকার আইওএম-এর সহযোগিতায় তাদের উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ভারত এবং মিশরের নাগরিকও ছিলেন। বিজ্ঞপ্তি মতে, মুক্ত হয়ে রোববার দেশে ফেরা ওই ৫ বাংলাদেশির সঙ্গে আরো দু’জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। যারা এডেনের জেলে বন্দি ছিলেন। রোববার ফেরত আনা মোট ৭ জন বাংলাদেশির প্রত্যেকের জন্য কুয়েত সিটিস্থ বাংলাদেশ দূতাবাস আগেই ট্র্যাভেল পারমিট ইস্যু করে। মন্ত্রণালয় জানায়, এডেন থেকে তাদের ফেরানোর প্রক্রিয়াটি আইওএম, পররাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকারের সঙ্গে সমন্বয় করেছে। ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান জানান, হুতি বিদ্রোহীদের হাতে আটক ৫ বাংলাদেশির দেশে থাকা স্বজনরা জুনে তাদের উদ্ধারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করেন। বিষয়টি নিয়ে এ বছরের জুলাইয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। পরবর্তীতে আটক বাংলাদেশিরাও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সঙ্গে যোগাযোগ করেছেন।
সংবাদ টি পড়া হয়েছে :
৫১ বার