উইন্ডোজ-১০ চালিত কম্পিউটারের জায়গা ফাঁকা করবেন যেভাবে
বিভিন্ন কারণে উইন্ডোজ-১০ অপারেটিং দিয়ে চালিত কম্পিউটারে কিছু দিন পর হার্ডডিস্কে জায়গা স্বল্পতা দেখা দেয়। এ ছাড়া কম্পিউটার কাজও করে ধীর গতিতে। জেনে নিন কীভাবে জায়গা ফাঁকা করবেন উইন্ডোজ ১০ অপারেটিং চালিত কম্পিউটারের-
ডিস্ক ক্লিনআপ- উইন্ডোজ ১০ অপারেটিং চালিত আপনার কম্পিউটারে ডিস্ক ক্লিনআপ নামে একটি টুল রয়েছে। যার মাধ্যমে আপনি সহজেই আপনার কম্পিউটারের জায়গা কিছুটা হলেও ফাঁকা করতে পারবেন। এজন্য স্টার্ট মেন্যুতে গিয়ে সার্চ বারে ইংরেজিতে ‘Disk Cleanup’ লিখে সার্চ দিতে হবে। টুলটি চালু হলে নির্দিষ্ট ড্রাইভ সিলেক্ট করে ওকে বাটনে চাপ দিলে টুলটি টেম্পোরারি ফাইল, কেসড ফাইলসহ অন্যান্য অপ্রয়োজনীয় ফাইলগুলো খুঁজে বের করবে। আপনি সেগুলো সিলেক্ট করে ওকে বাটনে চাপ দিলেই সেগুলো ডিলেট বা মুছে যাবে।
ভারী অ্যাপগুলো মুছে ফেলে- হার্ড ডিস্কের বেশি পরিমাণে জায়গা নিয়ে আছে এমন অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলে জায়গা বৃদ্ধি করা যেতে পারে। এজন্য সার্চ বারে গিয়ে Settings লিখে সার্চ দিতে হবে। এরপর যে উইন্ডোটি আসবে সেখানে System এ ক্লিক করতে হবে। এরপর Apps & feature অপশনে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো একএক করে আন ইনেস্টল করে দিতে হবে। এ ছাড়া বিভিন্ন টুলের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের অতিরিক্ত জায়গা ফিরে পেতে পারেন। এগুলো দিয়ে ডুপ্লিকেট অর্থ্যাৎ একই ফাইল দুইবার রয়েছে সেগুলো খুঁজে বের করে মুছে ফেলতে পারেন। তবে সাবধান থাকবেন, যে ড্রাইভে আপনার অপারেটিং সিস্টেমটি ইনেস্টল করা রয়েছে সেই স্থান থেকে কোনো ফাইল ডিলেট করবেন না।