উত্তরপ্রদেশ নির্বাচনের ফলের প্রভাব পড়বে বাংলাদেশেও
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রভাব পড়তে পারে দেশের গুরুত্বপূর্ণ বিদেশনীতির উপরও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের প্রতি নীতিতেও বেশ কিছু রদবদল আনতে পারেন মোদি। আসন্ন এপ্রিলেই দেশে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিদের সম্পর্কে তথ্য আদানপ্রদান ও গভীর সাংস্কৃতিক সম্পর্কে আবদ্ধ হতে পারে দুই দেশ। শুধু বাংলাদেশই নয়, অনেকেই মনে করছেন, উরি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক ছাড়া আর কোনও কড়া পদক্ষেপ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আসল প্রশ্ন থেকে যাচ্ছে সেই পাকিস্তানের বিষয়েই। সার্জিক্যাল স্ট্রাইক, সিন্ধু পানিচুক্তি পর্যালোচনার পর পাকিস্তানের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে পারেন মোদি। এছাড়া নেপালের মতো রাজনৈতিকভাবে অশান্ত দেশের সঙ্গেও নতুন করে আলোচনা শুরু করতে পারে ভারত।