সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ সদস্য শামীম আহমদ চৌধুরী বলেছেন- আওয়ামী লীগের সনদ ব্যবহার করে এক শ্রেণির ক্ষমতাবান ব্যক্তিরা লুটপাট করে নিজেদের পকেট ভারী করছে। জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী অসহায় দরিদ্র ও ক্ষতিগ্রস্ত কৃষকদের বরাদ্দ সঠিকভাবে পাচ্ছেন না। তৃণমূল পর্যায়ে এমপির এজেন্টরা ভাগ ভাটোয়ারা করে জনগণকে বঞ্চিত করে নিজেদের পকেট ভারী করছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও ছাতকদোয়ারাবাজারের জনগণের কাংঙ্খিত উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে নতুন নেতৃত্বের প্রয়োজন।

মঙ্গলবার (৩০ মে) বিকালে দোয়ারাবাজার উপজেলার বোগুলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ চৌধুরী উপরোক্ত কথা বলেছেন। বোগুলাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবীবুর রহমান শেখ চাঁনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মকছুদ আলম মানিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জজেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম, নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিংসাপুর ইউপি চেয়ারম্যান সাহেল আহমদ, সৈয়দেরগাঁও ইউপিচেয়ারম্যান আখলাকুর রহমান, সুরমা ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক রোটারিয়ান এম আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বাপটু লাল দাস, আ’লীগ নেতা জহিরুল ইসলাম, জমির হোসেন, শফিকুল ইসলাম রতন, ছাতক উপজেলা যুবলীগের সদস্য আফিক আলী, দোয়ারাবাজার উপজেলা যুবলীগ নেতা মিয়া হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn