উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ–এমপি মানিক
মাহবুব-আলম-ছাতক-
সোমবার সকালে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ বেতার সিলেটের উদ্দোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমুহের প্রচারণা মুলক ” এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শীর্ষক বহিরাঙ্গন অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেন বঙ্গবন্ধু কন্যার দক্ষ নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর চ্যালেঞ্জ গ্রহণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু এখন দৃশ্যমান বিষয়। স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক এখন বিশ্ব মডেল। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন কুলাউড়ায় ক্লিনিক পরিদর্শন শেষে জাতিসংঘে ফিরে গিয়ে বিশ্বকে বলেছিলেন- বাংলাদেশের স্বাস্থ্যসেবার এ মডেল গ্রহণ করার জন্য। কিন্তু চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের করা এ প্রকল্পগুলি বন্ধ করে দিয়েছিল। বিগত ৪দলীয় জোট সরকারের আমলে মন্ত্রী-এমপিদের বক্তৃতায় এ দেশ ভাসছিল উন্নয়নের জোয়ারে। বাস্তবে তাদের উন্নয়ন ছিল শুধু নাম ফলকের মধ্যে লুকায়িত। দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন তৃণমুল পর্যায়ের মানুষ এখন ভোগ করতে পারছে। তিনি বলেন শিক্ষা বান্ধব সরকার শিক্ষার আলো সর্বস্থরে পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অবৈতনিক ও বৃত্তিমুলক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। এর ধারাবাহিকতায় ছাতক-দোয়ারার সর্বস্থরের শিক্ষার্থীর জন্য উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ করে দিয়েছে সরকার। এমপি বলেন, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, এখন ছাতক-দোয়ারাবাসী হাজার কোটি টাকার সার্বিক উন্নয়ন ভোগ করতে পারছে । ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতাও বজায় রাখতে হবে। সরকার ২০২১ সালের মধ্যে এদেশকে বিশ্বের সমৃদ্ধশালী একটি অগ্রসর দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এদেশের কৃষক ও মেহনতী মানুষের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি অগ্রাধিকার বিষয় নিয়ে বেতারের আজকের এ অনুষ্ঠান আগামীদিনের প্রজন্মকে উৎসাহিত করবে। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অধ্যক্ষ সুজাত আলী রফিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগসহ সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ের সাধারণের কাছে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ বেতার সিলেটের এ আয়োজন। আলোচনা সভা শেষে বাংলাদেশ বেতারের বিভিন্ন শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।