পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, ‘আমি উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন। নেত্রীর পরামর্শ নিয়ে উন্নয়ন কাজ করে যাচ্ছি।’ রোববার বিকেলে দিরাই থানা পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আছাব উদ্দিন সরদার স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, ‘আমি যখন সুনামগঞ্জের উন্নয়ন করতে ব্যস্ত ঠিক সে সময়ে দলের কিছু সুবিধাবাদী আমার নামে বদনাম করছে। আমি নাকি শুধু শান্তিগঞ্জের উন্নয়ন করছি।’
কারো নাম উল্লেখ না করে সুবিধাবাদীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘উন্নয়ন করতে না পারলে অন্তত উন্নয়ন কাজে বাধা দিবেন না। সারা দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। কিন্তু দিরাই শাল্লাবাসী আজও উন্নয়ন বঞ্চিত। বিরোধ নয় আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করি।’ পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘ আছাব উদ্দিন সরদার আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন। তার মতো নিবেদিত প্রাণ নেতার দলে বড়ই প্রয়োজন।’ দুঃখ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, ‘আমি চেয়েছিলাম স্থানীয় এমপি জয়া সেনগুপ্তাকে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আছাব উদ্দিন সরদারসহ সকল প্রয়াতদের শোকসভা করবো। তাকে ফোন ও করেছিলাম। তিনি অসুস্থতার অজুহাতে আমায় গুরুত্ব দেননি।’
এর আগে মন্ত্রী প্রয়াত আছাব উদ্দিন সরদারের বাসভবনে পরিবারের সাথে মতবিনিময় করেন। শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া। উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, অবনী মোহন দাস, সৈয়দ আবুল কাসেম, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, প্রয়াত আছাব উদ্দিন সরদারের ভাই আব্দুর রাজ্জাক সরদার মতালিব, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট অ্যাডভোকেট আজাদুর রহমান রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাসনাত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, যুবলীগ নেতা শাহ আলম, রুবেল সরদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়া প্রমুখ।
সংবাদ টি পড়া হয়েছে :
১৬৮ বার