উস্কানি দাতা হিসেবে গয়েশ্বরকে গ্রেফতার: ডিএমপি
পুলিশের ওপর হামলার উস্কানি দাতা হিসেবে বিএনপির স্বায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশের ওপর হামলার উস্কানি দাতা হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশ তাকে গ্রেফতার করে।’এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ফেরার সময় হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে তাকে তুলে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘আমরা এক গাড়িতেই ছিলাম। হঠাৎ পুলিশ প্লাজার সামনে একটি মাইক্রোবাস আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। পরে ভেতর থেকে কয়েকজন লোক এসে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তাকে (গয়েশ্বর চন্দ্র রায়) ধরে নিয়ে যায়।’ তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে আটক কিংবা গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেন তিনি।