‘উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের টানেল ধসে ২০০ জনের মৃত্যু’
উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের টানেল ধসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাপানি টিভি আসাহি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক বেনামী সূত্রের বরাতে জাপানি সম্প্রচারকারীরা জানিয়েছে এ কথা। গত সেপ্টেম্বরের ১০ তারিখ বা তার কাছাকাছি সময়ে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পাংরিতে ঘটে এই ঘটনা। টিভি আসাহি জানিয়েছে, পারমাণবিক পরীক্ষার পরে একটি টানেল ধসে শতাধিক শ্রমিক আটকে পড়ে। আর এদের উদ্ধার করতে গেলে দ্বিতীয় বার ধসের ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়া তার ষষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এতে পাংরির আশেপাশে ভূমিকম্প ও ভূমিধসের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা মনে করেন, এই পরীক্ষায় উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র অস্থিতিশীল হয়ে পড়েছে এবং হয়তো আর বেশিদিন পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে না। রয়টার্স।