‘একটা সময় মেধার চেয়ে শরীরটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়’
বিনোদন ডেস্ক ।।
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেন ফন্ডার অভিনয় দক্ষতা নিয়ে কারো দ্বিধা নেই। সুনিপুণ অভিনয়ের মাধ্যমে তিনি অর্জন করে নিয়েছেন চলচ্চিত্রের জন্য সেরা পুরস্কার অস্কারও। তার মতো তারকাদের জীবন বেশ জাঁকজমকপূর্ণ মনে হলেও, এই ঝলমলে ক্যারিয়ারের পেছনে রয়েছে কিছু তীক্ত অভিজ্ঞতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেন ফন্ডা জানান, শৈশবে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। এমনকি ধর্ষণের শিকারও হন সেই সময়। এছাড়াও চাকরি জীবনেও তিনি শারীরিক সম্পর্কের প্রস্তাব পান। কিন্তু, সেই প্রস্তাব গ্রহণ না করায়, তাকে চাকরিচ্যুত করা হয়েছিলো।
নিজের অভিনয় জীবনের কথা ইঙ্গিত করে জেন আরো বলেন, একজন অভিনেত্রীকে পর্দায় এতবার বিবস্ত্র হতে হয় যে একটা সময় মেধার চেয়ে শরীরটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
সাতবার অস্কারে মনোনয়ন পাওয়া জেন ফন্ডা একটা যৌন হেনস্তার জন্য নিজেকেই দোষী ভাবতেন। কিন্তু সময়ের পরিবর্তনে তার ধারণা পাল্টেছে। সমাজের নিকৃষ্ট মানসিকতার লোকগুলোই এর জন্য দায়ী বলে মনে করেন তিনি।