ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দশ কিলোমিটার এলাকায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দীর্ঘদিন অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের ঢাকা মেট্রোর ৫নং বিপণন বিভাগ বৃহস্পতিবার সারাদিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকার মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি, আরাম হাউজিং ও ফিউচার পার্ক এলাকার প্রায় দশ কিলোমিটার জুড়ে বিস্তৃত ১৫০০ ফুট অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় পাঁচ হাজার অবৈধ ঘরোয়া ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টা হতে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান এলাকায় তিনটি স্পটে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি, দোকানপাট, কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ, মালামাল জব্দ করা হয়।

এছাড়াও দীর্ঘদিন অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় এইচএন্ডসি বেকারি লিমিটেড নামের প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে বাংলাদেশ গ্যাস আইন- ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধ গ্যাসলাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের এ অভিযান ঢাকা শহরের সর্বত্র নিয়মিত পরিচালিত হবে বলে। ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশনের যৌথ একটি দল বিচ্ছিন্ন অভিযান পরিচালনা নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং করে আসছে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঢাকা মেট্রো-৫ শাখার ম্যানেজার প্রকৌশলী আতোর আলী, মামুনুর রশিদ, নজরুল ইসলাম, একেএম ফজলুল হক, মো. তারিকুল ইসলাম প্রমুখ। ঢাকা মেট্রোপলিটনের ৩০ জন পুলিশ সদস্য অভিযানে দায়িত্ব পালন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn