একাদশে ভর্তির ফলাফল প্রকাশ
bartaadmin
জুন ১০, ২০১৮
একাদশে ভর্তির ফলাফল প্রকাশ২০১৮-০৬-১১T০০:৪০:৩৩+০০:০০
ক্যাম্পাস, শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত
দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম তালিকা বা ফলাফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। শনিবার রাত ১২টায় প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ। তিনি জানান, আবেদনকারীদের মধ্যে ৯৪ শতাংশ শিক্ষার্থী প্রথম তালিকায় স্থান পেয়েছেন, অন্যরা দ্বিতীয় এবং তৃতীয় তালিকায় আসবে। সবাই ভর্তির জন্য কলেজ পাবেন বলেও জানিয়েছেন তিনি। এবার ১৩ লক্ষ আবেদনকারীদের মধ্যে প্রথম তালিকায় ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। আগামী ২১ জুন এবং ২৫ জুন ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের বাকি দুটি তালিকা প্রকাশ করা হবে। ফল প্রকাশ করে কলেজে ভর্তির ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ১১ থেকে ১৮ জুনের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে ১৮৫ টাকা রেজিস্ট্রেশন ফি রকেট, টেলিটক অথবা শিওরক্যাশ- এর মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। আর ২৭ থেকে ৩০ জুন নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। শিক্ষার্থীরা একাদশে ভর্তির ফলাফল জানতে পারবেন ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে। এছাড়া শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।
সংবাদ টি পড়া হয়েছে :
২৭১ বার