ইবি প্রতিনিধি:তথ্য প্রযুক্তির এ যুগে অন্যান্য জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের ইনফরমেশন টেকনোলোজি (আইটি) সম্পর্কেও সম্যক জ্ঞান রাখতে হবে। এ বিষয়টিই যেন আবার মনে করিয়ে দিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে একটি ভিশন নিয়ে। একুশ শতকের মানুষ হতে হলে তোমাদেরকে আইটি জানতে হবে। তোমাদেরকে পুস্তুক পড়লেই চলবে না, একটি লক্ষ্য স্থির করতে হবে, ভিশন ঠিক করতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে এবং নোবেল পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। শনিবার পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফলিত বিজ্ঞান ও কেমিকৌশল বিভাগের সভাপতি প্রফেসর ড. আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. শামসুল আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিভাগের শিক্ষক প্রফেসর ড. আব্দুস সাত্তার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। বিভাগের শিক্ষার্থী শ্রাবণী বসাক ও এমদাদুল হক ফিরোজের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ ও প্রবীণ বিদায় উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মামুন-আল-রশিদ। অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সৌজন্য স্মারক তুলেদেন অতিথিরা। এসময় বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn