‘এখন চার ওভার পরই বোলার হাঁপিয়ে যায়’

এই সময়ের বোলারদের দেখে বিরক্ত ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ভারতের হয়ে ১৩১টি টেস্টে ৪৩৪ আর ২২৫ ওয়ানডেতে অংশ নিয়ে ২৫৩ উইকেটে শিকার করেন কপিল দেব। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৬২ বছর বয়সী এ কিংবদন্তি বলেন, এখন ক্রিকেট খেলাটাই পাল্টে গেছে। এখন দেখি চার ওভার বল করেই একজন বোলার হাঁপিয়ে যায়। শুনেছি ওদের নাকি তিন চার ওভারের বেশি বল করতেই দেওয়া হয় না। এসব দেখতে খুবই খারাপ লাগে।

১৯৮৩ সালে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জয় করা সাবেক এ অধিনায়ক আরও বলেন, এখন ক্রিকেট মানে ব্যাটসম্যানরা ব্যাট করবে আর বোলাররা বল করবে। অথচ আমাদের সময় সব কিছু করতে হয়েছে। কপিল দেব আরও বলেন, আমাদের সময়ে অনুশীলনে শেষ করে যে ব্যাট করতে আসত তাকেও ১০ ওভার বল করতে হতো। প্রত্যেকের এমন মানসিকতাই থাকা উচিত। এতে পেশি শক্ত হয়। এখন বোধ হয় বোলারদের জন্য চার ওভারই যথেষ্ট। যুগ পাল্টে গিয়েছে! সূত্র : যুগান্তর

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর