এটা বাংলাদেশের জয় : মুশফিক
প্রথমবারের মতো আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের কোনো ক্রিকেটার। আর প্রথম চান্সেই পুরস্কার জিতে নিয়েছেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। শের প্রথম ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর স্বীকৃতি পেয়ে তিনি দারুণ খুশি। মুশফিকের মতে, এটা তার একার বিজয় নয়; বরং এই অর্জন বাংলাদশের ক্রিকেটের।
জাতীয় দলের এই তারকা এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রথমে আইসিসিকে ধন্যবাদ, আমাকে মে মাসের জন্য মনোনয়ন দেওয়ার জন্য। তার চেয়ে বড় ধন্যবাদ তাদের, যারা আমাকে ভোট দিয়েছে। আমি মনে করি, এটা শুধু আমাকে না, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন। শুধু মান্থ অব দা প্লেয়ার না, আমি চেষ্টা করব সারা বছর জুড়ে যেন আমার এই ধারাবাহিক পারফরম্যান্স বজায় থাকে। বাংলাদেশকে যেন আমি আরও অনেক ভালো ইনিংস, ম্যাচ জেতানো ইনিংস উপহার দিতে পারি।’
উল্লেখ্য, মুশফিকের সঙ্গে আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কার প্রাভিন জয়াবিক্রমা। আজ সোমবার বিজয়ী হিসেবে মুশফিকের নাম ঘোষণা করে আইসিসি। গত মাসে লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মুশফিক জায়গা করে নিয়েছিলেন মাস সেরার সংক্ষিপ্ত তালিকায়। আইসিসির ভোটিং একাডেমি ও সমর্থকদের ভোটে তিনি এই সম্মাননা জিতেছেন। সৌজন্যে : কালের কণ্ঠ